Term Paper Format National University | জাতীয় বিশ্ববিদ্যালয়ের Term Paper Sample Pdf

Term Paper Format National University  কিভাবে তৈরি করতে হয় জেনে নিন  ৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্সে টার্ম পেপার / মৌখিক পরীক্ষা/ মাঠ কর্ম পরীক্ষার উল্লেখ রয়েছে তবে অনেক পরীক্ষার্থী রয়েছে কিভাবে টার্ম পেপার লিখতে হয় সেটি জানেন না। আজকে এব্যাপারে আলোচনা করা হবে। যাতে শিক্ষার্থী নিজেই টার্ম পেপার লিখতে পারে।

মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) শিক্ষার্থীদের টার্ম পেপার (Term Paper) কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Term Paper লেখার নীতিমালা:
কমপক্ষে ৩,০০০ শব্দের লেখা হতে হবে অর্থাৎ ২৫ থেকে ৩৫ পৃষ্ঠা কমপক্ষে লিখতেই হবে ভাল নাম্বার পেতে চাইলে৷
A4 সাইজের সাদা কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে ৷
আকর্ষণীয় কভার পৃষ্ঠা থাকতে হবে ৷

কলেজ ভেদে টার্ম পেপারের লেখা কম্পিউটার কম্পোজ বা হাতে লিখতে হবে এজন্য টার্ম পেপার লেখার আগে স্যারের সাথে পরামর্শ করবেন তবে টার্ম পেপারস হাতে লেখাই উত্তম পন্থা৷

টার্ম পেপারে মোট ৫০ নাম্বার বরাদ্ধ থাকে সুতরাং সিরিয়াসলি জানতে হবে কিভাবে একটি সুন্দর টার্ম পেপার তৈরী করা যায় ।

টার্ম পেপারে যা যা লিখতে হবে( Term Paper Format National University) :

  • Letter of Transmittal
  • Student’s Declaration
  • Acceptance Letter 
  • Acknowledgement
  • Table of Content
  • Abstract
  • Topic description and discussion (10-15 page)
  • Recommendations
  • Conclusion
  • References

নিচে কিছু ছবি দেয়া হল বোঝার জন্য (Term Paper Sample)

term paper format national university

term paper writing format
term paper samples

example of term paper

term paper sample pdf

term paper sample

Term Paper Sample Pdf

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Term Paper Sample Pdf

How to prepare National University Term Paper

term paper sample bangladesh

বি দ্র: টার্ম পেপার কারো কাছ থেকে কপি করে লেখা উচিত না, নিজের সৃজনশীলতা আর মেধাকে কাজে লাগিয়ে নিজেই এটি তৈরি করতে পারলে অনেক কিছু শেখা আর জানা যায় , আপনি টার্ম পেপার লেখার সময় ইন্টারনেট এর সাহায্য নিতে পারেন৷

যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অথরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া-শুনা করে তাদের ৪র্থ বর্ষে বিভিন্ন বিভাগে যারা পড়াশুনা করে তারা এই বিষয়টি নিয়ে অনেক Tension করে। আজকে তাদের এই টেনশন দূর করার জন্যই আপনাদের জন্য এই আর্টিকেল টি হেল্পফুল হবে।

যদি কারও Term Paper  করানোর দরকার পরে আমাদের Email: banglajobz@gmail.comকরতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *